Image description

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই খোদ রাজধানীর বুকে একজন প্রার্থীর ওপর এমন নৃশংস হামলা প্রমাণ করে যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। হাদির মতো পরিচিত মুখের ওপর এমন হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, তা নিয়ে জনমনে আশঙ্কা আরও তীব্র হয়েছে।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জাপা নেতারা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে সরকারকে অবশ্যই সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা গুরুতর আহত ওসমান হাদির সুচিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।