Image description

রাজশাহীর বাঘা থানায় যোগদানের এক সপ্তাহের মধ্যেই মাদকের বিরুদ্ধে সাফল্য দেখালেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। বাড়ির আঙিনায় চাষ করা বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার ছাতারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন সেরাজুল হক। যোগদানের পরপরই তিনি ফেসবুক পেজে মাদকের শিকড় উপড়ে ফেলার ঘোষণা দেন এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে এবং বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে যোগদানের মাত্র ৬ দিনের মাথায় তিনি এই সফল অভিযান পরিচালনা করেন।

সাধারণত উপজেলার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলে গোপনে গাঁজা চাষের খবর পাওয়া গেলেও এবার সমতল এলাকার ছাতারী গ্রামে এর সন্ধান মিলল। হাফিজুর তার বাড়ির আঙিনায় গোপনে গাঁজা গাছটি রোপণ করে পরিচর্যা করছিলেন। তিনি নিজেও মাদকসেবী এবং গোপনে মাদক বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। ওসির এই ত্বরিত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুশীল সমাজ।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ‘অবৈধ মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল। তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে গাছটি পরিচর্যা করে আসছিল এবং পাতা সেবন ও বিক্রি করত।’

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।