Image description

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সজ্জায় সেজে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রক্তিম সূর্যোদয়ের অপেক্ষায় প্রহর গুনছে এ পবিত্র বেদি, যেখানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীককে নতুন রূপে সাজানো হয়েছে।

গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ ধুয়ে-মুছে, রং করা এবং বাহারি ফুলের সজ্জায় অপরূপ করে তুলেছেন। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট বাগানগুলো সেজেছে নয়নাভিরাম রূপে। চত্বরের সিঁড়ি, স্থাপনা ও সড়কে লেগেছে রং-তুলির আঁচড়। মহাসড়কে যুক্ত হয়েছে বর্ণিল আলোকসজ্জা, আবর্জনা পরিষ্কার করে প্রবেশপথ নির্বিঘ্ন করা হয়েছে।

স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, এক মাস ধরে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত ছিলেন। পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারলেও শহীদদের স্মৃতিস্তম্ভের পরিচর্যা করে আমরা গর্ববোধ করি।”

১৬ ডিসেম্বর ভোরে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন বাহিনীর গার্ড অব অনারের পর শ্রদ্ধা জানাবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, কূটনৈতিক কোরের ডিন এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। এরপর স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন।

লাখো মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ২৩ কিলোমিটার মহাসড়কে ১৩টি সেক্টরে ৪ হাজার পুলিশের চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০৮ হেক্টরের এ স্মৃতিসৌধ এবারও লাখো মানুষের ঢল দেখবে, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে।