নীলফামারী সদরে আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কুন্দপুকুর ইউনিয়নের দিনা ব্রিকস, সেলিম ব্রিকস ও রাবেয়া ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অনুমতি ছাড়া ইটভাটায় ফসলি জমির মাটি সংগ্রহ ও ব্যবহারের অপরাধে দিনা ও সেলিম ব্রিকসের কিলন স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, আইন অমান্য করায় সেলিম ব্রিকসকে ২ লাখ, দিনা ব্রিকসকে ১ লাখ এবং রাবেয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, লাইসেন্সবিহীন ও পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




Comments