কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জুলাই যোদ্ধারা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে রেলগেট ফেলে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিক্ষোভ করেন।
গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিক্ষোভ করে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ-ঈশ্বরদী মহাসড়ক মজমপুর গেটে অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা মজমপুর রেলগেট ফেলে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বিক্ষোভে উৎসুক জনতাকেও অংশ নিতে দেখা যায়। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে এই কর্মসূচি পালন করেন।
হাদির খুনিদের বিচার, খুনি হাসিনার ফাঁসি, দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনা সহ ইত্যাদি স্লোগানে ঘন্টাব্যাপী উত্তপ্ত ছিলো মজমপুর ট্রাফিক মোড়। খুনিদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জুলাই যোদ্ধারা জানান। পরে কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। তারা সেখানে সমাবেশ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
এছাড়াও জুলাই-আগষ্ট পরবর্তী মামলায় যেসব আ’লীগ নেতা-কর্মী জামিন পেয়েছেন তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করতে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।




Comments