আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় আজ ভোর ৫টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভোরবেলা এই কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসেই দেশটির উত্তর অংশে বালখ ও কুন্দুজসহ কয়েকটি প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৭ জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন। এছাড়া গত আগস্টে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে ২ হাজার ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।




Comments