Image description

শুধু প্রথম আলো বা ডেইলি স্টারে আঘাত করা হয়নি, মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জুলাই যুদ্ধের উপর আঘাত করা হয়েছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।

এতে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।

নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনো গণতন্ত্রিক প্রক্রিয়া নয়।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ২৬-২৭ জন আটকে ছিলো ফায়ার সার্ভিস যেতে দেওয়া হয়নি।