Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কথা থাকলেও গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এখনো ঝুলে থাকতে দেখা গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। 

এ অবস্থায় গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে অবশিষ্ট প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম অভিযান চলমান রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের একটি গাড়ি পূবাইলের মীরের বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছে সড়কের পাশ, বিদ্যুৎ খুঁটি, ব্রিজের পিলার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাঁটানো নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৩ ডিসেম্বর সকাল ৬টার মধ্যে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও বিভিন্ন দলের প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণার উপকরণ এলাকাজুড়ে দৃশ্যমান ছিল।

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-২ এর আওতাধীন পূবাইল এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, দেয়াল, খুঁটি ও স্থাপনায় এখনো প্রচুর পোস্টার ও ব্যানার ঝুলে আছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের আগেই প্রার্থীদের লিখিত চিঠি প্রদান এবং মাইকিংয়ের মাধ্যমে বারবার অনুরোধ জানানো হয়েছিল, যাতে তারা নিজ উদ্যোগে প্রচার সামগ্রী অপসারণ করেন। তবে অনেকেই তা না করায় সিটি করপোরেশন নিজ উদ্যোগে এ অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন মানবকণ্ঠকে বলেন,সব প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার ও ব্যানার সরিয়ে নেওয়ার জন্য জানানো হয়েছিল। অনেকে সরালেও যারা এখনো অপসারণ করেননি, তাদের প্রচার সামগ্রী নগর ভবনের গাড়ি পাঠিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।