Image description

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. রুহুল ইসলাম ইমন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় ইমনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুহুল ইসলাম ইমন ওই এলাকার ইউনুস ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম ইমনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী গলাচিপা থানায় একটি মামলা (মামলা নং-১২, তারিখ: ২১/১২/২০২৫) দায়ের করা হয়েছে।

গলাচিপা থানা সূত্রে জানানো হয়েছে, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।