মোহনগঞ্জ-খুরশিমুল সড়কে ভাঙা ব্রিজ: চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে অবস্থিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি এখন স্থানীয়দের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক গ্রামের হাজারো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের মাঝখানের বড় একটি অংশ ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় এই গর্ত পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট-বড় যানবাহন। বিশেষ করে রাতে এবং বর্ষা মৌসুমে এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি দিয়ে খুরশিমুলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত মোহনগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। ব্রিজের এই জীর্ণ অবস্থার কারণে রিকশা, অটো-ভ্যান এমনকি বাইসাইকেল নিয়েও চলাচল করা দায় হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। কৃষিপণ্য পরিবহনে কৃষকদের যেমন বাড়তি খরচ গুনতে হচ্ছে, তেমনি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
ছোট পাইকুড়া গ্রামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকদিন ধরে ব্রিজটা এভাবে ভেঙে পড়ে আছে। মাঝেমধ্যে ইটের খোয়া দিয়ে কোনোমতে চলাচলের চেষ্টা করা হলেও তা টেকসই হয় না। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, কোনো বড় প্রাণহানি ঘটার আগেই যেন এটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।”
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি সংস্কারের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।




Comments