আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতৃবৃন্দ। অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ফরমটি গ্রহণ করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।




Comments