দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং দিনাজপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শাহজাহান চৌধুরী উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি বীরগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদলের সদস্য এবং জিয়া সাইবার ফোর্স বীরগঞ্জ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আনন্দ র্যালিতে অংশ নেন শাহজাহান চৌধুরী। মিছিলটি অগ্রসর হওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজপথের সক্রিয় এই নেতার এমন আকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজপথের লড়াকু এই সৈনিকের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তিও ঘটল রাজপথেই। মিছিলের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
শাহজাহান চৌধুরীর মৃত্যুতে দিনাজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজা ও দাফন কাজের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।




Comments