Image description

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পানিতে ডুবে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা রানী পাল নিয়মিত উপজেলা পরিষদের পুকুরে হাত-মুখ ধোয়া ও গোসল করতেন। প্রতিদিনের কাজ এটা। কিন্তু তিনি সাঁতার জানতেন না। প্রতিদিনের ন্যায় আজও হয়তোবা পুকুরে হাত মুখ ধুতে এসে তার এ পরিনতি হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, নিহত সন্ধ্যা রানীর শরীরে কোনো প্রকারের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি এক জন প্রতিবন্ধী নারী ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার  অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।