Image description

জুলাইয়ের উত্তাল দিনগুলোর সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক জুলাই যোদ্ধা ওসমান হাদিকে স্মরণ করে নীলফামারীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। রঙ ও তুলির মাধ্যমে প্রতিবাদ, স্বপ্ন ও মুক্তির গল্প তুলে ধরতে রাজপথে একত্রিত হয় সচেতন তরুণ সমাজ।

নীলফামারীর পিটিআই মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেয়ালজুড়ে ফুটে ওঠে ওসমান হাদির প্রতিকৃতি ও জুলাই আন্দোলনের চেতনা। গ্রাফিতিতে প্রকাশ পায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন।

আয়োজক সংগঠন গ্রীন ভয়েস, নীলফামারী জেলা শাখা জানায়, এই আয়োজন কেবল একটি শিল্পকর্ম নয় বরং এটি তারুণ্যের শক্তিশালী বার্তা ও ইতিহাসকে স্মরণে রাখার একটি সামাজিক উদ্যোগ।

আয়োজকদের মতে, ওসমান হাদির আদর্শ নতুন প্রজন্মকে সাহস ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বলেন, এই গ্রাফিতি আমাদের স্মরণ করিয়ে দেয় বিপ্লব শুধু বইয়ে নয়, দেয়ালেও লেখা থাকে। ওসমান হাদি আমাদের প্রেরণা হয়ে থাকবেন।

উল্লেখ্য; সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি স্থানীয় মানুষের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজনটি নীলফামারীতে সামাজিক সচেতনতা ও শিল্পভিত্তিক আন্দোলনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।