Image description

রাজধানীর পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনা শেষে মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর তিনি সরাসরি হাসপাতালের পথে যাত্রা করেন।

বক্তব্যে তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারও উসকানিতে পা দেওয়া যাবে না।’

দেশ গঠনে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি আপনাদের সামনে বলতে চাই—আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। আমি এ প্ল্যান বাস্তবায়ন করতে চাই।’

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগপ্লুত হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটিতে বসে পড়েন এবং পরম মমতায় হাত দিয়ে দেশের মাটি ছুঁয়ে দেখেন।