Image description

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকশাইল গ্রামের মৃত ছরফর আলীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক রাসেল আহমদ, মহুবন্দ এলাকার আব্দুস শহীদের ছেলে রুহিন আহমদ টনি এবং জফরপুর এলাকার মৃত মাশুক মিয়ার ছেলে শামীম আহমদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমদ একটি মামলার সন্দেহভাজন আসামি। রুহিন আহমদ টনি জিআর মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং শামীম আহমদকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।