পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় তিন ফেরি এবং দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও মাঝনদীতে তিনটি ফেরি আটকে আছে।




Comments