ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রাম থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও কুখ্যাত মাদক কারবারি মামুন মোল্যা ওরফে ‘বাবা মামুন’ অভিযানের টের পেয়ে পালিয়ে যান।
অভিযান সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুলজোড়া গ্রামে মামুন মোল্যার বাড়িতে হানা দেয় যৌথ বাহিনী। এ সময় মামুনের শয়নকক্ষের আলমারির ভেতর তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ১১টি প্যাকেটে রাখা ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি মামুন মোল্যা বাড়ি থেকে পালিয়ে গেছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। পলাতক আসামি মামুন মোল্যাকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Comments