ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে নগরীর ঝাউতলা এলাকার ‘ঝাউলা ছাতা’ মসজিদে জুমার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সাধারণ মুসল্লি ও ছাত্র-জনতা অংশ নেন।
মোনাজাত শেষে শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় পতাকা জড়িয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর পুলিশ লাইন এলাকা হয়ে প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ওসমান হাদি ছিলেন ইনসাফের বাংলাদেশ গড়ার কারিগর। তাঁকে হত্যার মাধ্যমে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ কুবি শাখার সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক ফারুক আল নাহিয়ান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাশেদুলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় এক হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরীফ ওসমান হাদি। আজ তাঁর হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনটি।




Comments