ঘন কুয়াশা আর হিম শীতল হাওয়ায় চুয়াডাঙ্গার জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড়কাঁপানো এই শীতে জেলাজুড়ে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই এ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ফলে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি অনেকটাই কমে গেছে। সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ায় শ্রমজীবী মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষক অফিস জানিয়েছে, কুয়াশা ও উত্তুরে বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।




Comments