রাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. জীবন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুরহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের মো. জিন্নাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে জীবন তার লাল রঙের হাঙ্ক মোটরসাইকেল (রাজশাহী-ল ১২-০০৯৯) যোগে শিবপুর বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরহাট হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজশাহী থেকে নাটোরগামী ‘তুহিন পরিবহন’-এর (ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৮৯) একটি বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জীবন মহাসড়কে ছিটকে পড়লে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পবা হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সেটি জব্দ করে। তবে চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং চালককে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments