Image description

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আজিজুল মিয়া (৪০) লাখাই উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সাবেক মেম্বার আব্দুল বারিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ পুলিশের একটি চৌকস দল শনিবার বুল্লা বাজারে ঝটিকা অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আজিজুল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে এসআই মো. আখতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আজিজুল মিয়ার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-০৮, ধারা-১৫(৩)/২৫ডি)। ওই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ ‘ডেভিলহান্ট’ অপারেশন অব্যাহত থাকবে।