বাহুবলে ‘ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের বাহুবলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাহুবল মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম (৪৯) এবং ৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন আহমেদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ফেরদৌস আলম স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, মো. লিটন আহমেদ ভাদেশ্বর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বাহুবলে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।




Comments