Image description

দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে এক জামায়াত নেতার বাড়িতে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কায়েমপুর গ্রামের আবদুল আলীমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে তৎকালীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াত নেতা ফারুক ইসলামের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা চাঁদা দাবি করে এবং তা না পেয়ে ফারুক ইসলামকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে থানায় নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করে একাধিক মিথ্যা মামলায় আসামি করা হয়। এছাড়া একই সময়ে আরও ছয়জন জামায়াত নেতার বাড়িতেও হামলা ও লুটপাট চালানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এই মামলার বাদী ফারুক ইসলাম খানসামা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি। বর্তমানে তিনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ ২১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ বাসেদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খানসামা থানার মামলা নং ৪/২৫ এর প্রেক্ষিতে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার প্রয়োজনীয় পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।