Image description

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যকে সংবর্ধনা দিয়েছে ২০০১ সালের বিএইচপি (ভেগাই হালদার পাবলিক) একাডেমির শিক্ষার্থীরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আগৈলঝাড়া প্রেসক্লাব হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, দপ্তর সম্পাদক পলাশ দত্ত এবং সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী।

অনুষ্ঠানে বিএইচপি একাডেমির ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিঞ্চন বাড়ৈ, সুমন দাস, মলয় বিশ্বাস, সুমণ দাস, খোকন বাড়ৈ ও সজল হালদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর (২০২৫) আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই কমিটিতে বিএইচপি একাডেমির ২০০১ সালের শিক্ষার্থী ও দৈনিক মানবকণ্ঠের আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি এফএম নাজমুল রিপন সাধারণ সম্পাদক এবং পলাশ দত্ত দপ্তর সম্পাদক নির্বাচিত হন। তাদের এই সাফল্যে সহপাঠীদের পক্ষ থেকে প্রেসক্লাবের সকল সদস্যকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।