নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও তানজিমা আনজুম সোহানিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন এই দেশের উন্নতির কারিগর হবে। ভালো করে পড়াশোনা করে তোমাদের মধ্য থেকেই কেউ বিচারক, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হয়ে দেশের সেবা করবে এমনটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। এর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এই কর্মসূচি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তারসহ অনেকে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী এই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসবে। উদ্বোধনী দিনে কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়।




Comments