Image description

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯ টা ৫০ এর দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে দুটি ব্লকে প্রায় অর্ধশত বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

রোহিঙ্গা যুবনেতা আব্দু মুনাব বলেন, “অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। বহু পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে।”

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে ও ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার পৃথক দুটি ক্যাম্পে ( নিবন্ধিত শরণার্থী ক্যাম্প ও ক্যাম্প-৪) অগ্নিকান্ডের ঘটনায় একটি হাসপাতাল সহ ৫ টি ঘর পুড়ে যায়।