Image description

নেত্রকোনার মদন উপজেলায় নিখোঁজের এক দিন পর শাওন (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাওন গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় শাওন তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখানে অবস্থানকালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়। এরপর থেকেই শাওন নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে শাওনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দাশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, স্কুলছাত্রের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মানবকণ্ঠ/ডিআর