সন্দ্বীপে টিকা সেবা থেকে বঞ্চিত হাজারো শিশু ও গর্ভবতী নারী
চট্টগ্রামের সন্দ্বীপে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্থবির হয়ে পড়ায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে হাজার হাজার শিশু ও গর্ভবতী নারী। স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড উন্নয়নের দাবিতে চলমান কর্মবিরতির কারণে গত এক মাস ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নির্ধারিত সময়ে টিকা দিতে না পেরে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে শূন্য থেকে ১৮ মাস বয়সী শিশুদের ১০টি রোগ প্রতিরোধক টিকা এবং গর্ভবতী নারীদের টিটি (টেনটাস টক্সয়েড) টিকা প্রদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, অনেক শিশু জন্মের পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো টিকা পায়নি। স্থানীয় বাসিন্দা আলাউদ্দীন জানান, তার সন্তানের বয়স তিন মাস পার হলেও চলমান আন্দোলনের কারণে এখন পর্যন্ত একটি টিকাই দেওয়া সম্ভব হয়নি। একইভাবে করিম নামে এক ব্যক্তি জানান, তার স্ত্রীর গর্ভকালীন টিটি টিকার সময় পার হয়ে গেলেও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কোনো টিকা পাননি।
বর্তমানে তীব্র শীত ও কুয়াশার কারণে শিশুদের মাঝে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। অভিভাবকদের মতে, সময়মতো টিকা দেওয়া সম্ভব হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ত এবং তারা নিরাপদ থাকত।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানান, স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি।
তিনি আরও বলেন, “সমস্যাটি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে এবং টিকা কার্যক্রম পুনরায় চালু হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments