রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও পেট্রোল বোমাসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল কৃষি মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) ও মো. পলাশ (৪৮)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ১০টি তাজা পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়।
মোহাম্মদপুর সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তারা জানান, গত নভেম্বর মাসে ককটেলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হলেও তাদের কিছু সহযোগী সে সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই পলাতক সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে কৃষি মার্কেট এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ধৃত ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে।
মানবকন্ঠ/আরআই




Comments