বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে বৃস্পতিবার মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিনেই সিলেটে শুরু হওয়া এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে ঢাকার। টস জিতে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই সমান একটি করে জয় পেয়েছে। আজকের ম্যাচে জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে উভয় দল।
ম্যাচ জয়ের লক্ষ্যে ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দলের বোলিং শক্তি বাড়াতে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশসেরা পেসার তাসকিন আহমেদকে। অন্যদিকে, সিলেট টাইটান্স তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে; দলে ফিরেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
দুই দলের চূড়ান্ত একাদশ:
ঢাকা ক্যাপিটালস: উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং সালমান মির্জা।
সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান এবং আজমতউল্লাহ ওমরজাই।
সিলেটের কন্ডিশনে শিশিরের প্রভাব থাকায় শুরুতে বোলিং করে ফায়দা নিতে চায় ঢাকা। এখন দেখার বিষয়, ঘরের মাঠে সিলেটের ব্যাটসম্যানরা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেন কি না।
মানবকন্ঠ/আরআই




Comments