Image description

নতুন বছরের প্রথম দিনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত এই সমাধিস্থলে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ঢল নামে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকেই জিয়া উদ্যান এলাকায় ভিড় করতে থাকেন হাজারো মানুষ। দুপুরের দিকে প্রবেশদ্বার খুলে দেওয়ার পর শুরু হয় পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত। সমাধিস্থল প্রাঙ্গণে দিনভর পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত চলছে। অনেককে অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে দেখা যায়। বর্তমানে পুরো সমাধি কমপ্লেক্স ফুলে ফুলে ঢাকা পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনও সেখানে শ্রদ্ধা নিবেদন করছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন প্রক্রিয়া চলাকালে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপির শীর্ষ নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে শেষ শ্রদ্ধা জানান। জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত তার জানাজায় লাখো মানুষের সমাগম ঘটেছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নতুন বছরের শুরুতেই প্রিয় নেত্রীর বিদায়ে শোকাতুর রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশ। তার সমাধি উন্মুক্ত করে দেওয়ায় সাধারণ মানুষ এখন যেকোনো সময় সেখানে গিয়ে শ্রদ্ধা ও দোয়া নিবেদন করতে পারবেন।

মানবকন্ঠ/আরআই