ঝিনাইদহে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিনা খাতুন সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা খাতুন বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে গোয়ালপাড়া বাজারে মেয়ের বাড়ির জন্য মিষ্টি কিনতে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় মাগুরাগামী সবজি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments