Image description

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পারভীন আক্তার (৩৮) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভীন আক্তার ওই এলাকার জাফর আলমের স্ত্রী। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা বিশ লিটার চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পারভীন আক্তার এলাকার একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে ঈদগাঁও ও রামু থানায় ইতিপূর্বে অন্তত চারটি মাদক মামলা রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সর্বশেষ আজ (১ জানুয়ারি) ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১)।

উল্লেখিত মাদক মামলার পূর্ব রেকর্ড অনুযায়ী, পারভীনের বিরুদ্ধে ২০২৫ ও ২০২৩ সালে ঈদগাঁও থানায় এবং ২০২১ সালে রামু থানায় পৃথক তিনটি মাদক মামলা (জিআর মামলাসহ) চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর