Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্ব পালনের প্রস্তুতিকালে নিজ ইস্যুকৃত অস্ত্রের গুলিতে নাসির উদ্দিন (২৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য নাসির উদ্দিন ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে। তাঁর বিজিবি ব্যাচ নং- ১১৪৬০৪।

ফুলবাড়ী থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিয়মিত টহল ডিউটি ছিল। ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ইউনিফর্ম পরে নিজের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলি নিয়ে প্রস্তুত হচ্ছিলেন। এ সময় ক্যাম্পের সৈনিক ব্যারাকের পূর্ব পাশে বাউন্ডারীর ভেতরে হঠাৎ তাঁর নিজের অস্ত্র থেকে এক রাউন্ড গুলি বেরিয়ে তাঁর বুকের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে রাত দেড়টার দিকে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বায়োজিদ হাসান জানান, "গংগারহাট বিওপি ক্যাম্পের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।"

কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ অস্ত্রের গুলিতেই ওই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, বিজিবির পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর