Image description

ঢাকায় আজ হাড়কাঁপানো তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে চারপাশ ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। তবে প্রকৃতির এই হিমেল পরশের মধ্যেও জনস্বাস্থ্যের জন্য দুঃসংবাদ দিচ্ছে ঢাকার বাতাস। তীব্র শীতের মধ্যেও আজ ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ২৮০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

তালিকায় ২৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ২৫৫ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় এবং ২০২ স্কোর নিয়ে দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে চীনের হ্যাংজু শহর রয়েছে পঞ্চম স্থানে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকা, কাবুল, কলকাতা ও দিল্লির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

আইকিউএয়ারের নিয়ম অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা বর্তমানে ঢাকার ক্ষেত্রে বিরাজ করছে। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে বাতাসের এমন নিম্নমান সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।