Image description

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা পেয়েছে মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘শান্তিনীড়’। শনিবার (৩ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির হাতে এ পদক তুলে দেওয়া হয়।

এ বছর ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দেশজুড়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, অতিরিক্ত বিভাগীয় পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন এবং মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লীনা প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিনীড় ছাড়াও হাটহাজারী উপজেলার ‘জাগৃতি’ এবং পটিয়া উপজেলার ‘রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থা’কে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই মিরসরাইয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে শান্তিনীড়। বিশেষ করে ২০০৭ সাল থেকে ‘শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখছে সংগঠনটি। এছাড়া শান্তিনীড় ভাষা প্রতিযোগিতা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের মাধ্যমে দীর্ঘ দুই দশক ধরে সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি।

মানবকণ্ঠ/ডিআর