Image description

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও সহায়তা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিবেদকদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত

রাজশাহী অঞ্চল
দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে ৪২ জন উপকারভোগীর মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ করা হয়। চারঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সেবার ফলে সমাজসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও আস্থা বেড়েছে।

কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল
কুলিয়ারচরে র‍্যালি ও আত্ম-অনুসন্ধান সমাবেশ শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ‘সুবর্ণ নাগরিক’ কার্ড বিতরণ করা হয়। হোসেনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের উপস্থিতিতে আয়োজিত সভায় সমাজসেবার পরিধি বিস্তারে মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

উত্তরবঙ্গ (নীলফামারী ও নওগাঁ)
নীলফামারীতে ১১ লক্ষ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩ জন কর্মকর্তা ও ৩ জন ইউনিয়ন সমাজকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পত্নীতলায় ‘আত্ম-অনুসন্ধান’ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন উপকারভোগীরা সমাজসেবা অধিদপ্তরের ঋণ নিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার গল্প শোনান।

উপকূলীয় ও দক্ষিণাঞ্চল
নোয়াখালীর চাটখিলে ১০৭ জন অসহায় ও প্রতিবন্ধীর মাঝে ৫৩ লক্ষ ৫০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৪২ জনের মাঝে ১ লক্ষ ৩৩ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। যশোরের কেশবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ও চট্টগ্রাম অঞ্চল
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের উপস্থিতিতে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জে ‘নবীন-প্রবীণ কথোপকথন’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলোচনা সভা শেষে হতদরিদ্র পরিবারের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রযুক্তির ব্যবহারের ফলে এখন ঘরে বসেই সরাসরি উপকারভোগীদের হাতে ভাতার টাকা পৌঁছে যাচ্ছে, যা দুর্নীতি ও ভোগান্তি রোধে কার্যকর ভূমিকা রাখছে।

সমাজসেবার এই মানবিক ও কল্যাণকর ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর