Image description

যুব সমাজকে ক্রীড়ামুখী করা এবং মহান বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত করতে বর্ণক ক্লাব স্পোর্টস একাডেমির উদ্যোগে বার্ষিক টুর্নামেন্ট–২০২৫ ও বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৩১ ডিসেম্বর দুপুর ৩টায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী এলাকায় ২নং ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন শিশু পার্ক ও খেলার মাঠে (লাল মাঠ) এই জমকালো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শকের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণক ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফরুল আহসান বাবুল, সহকারী ক্রীড়া সম্পাদক ও কোচ আকিল সিদ্দিক, পাশাপাশি মকবুল হোসেন, ফারুক সিকদার নেওয়াজ, শাহীন আহমেদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় তরুণদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ণক ক্লাব স্পোর্টস একাডেমি। এবারের টুর্নামেন্ট বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হওয়ায় খেলোয়াড়দের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও গভীরভাবে প্রতিফলিত হয়।

অনুষ্ঠান শেষে ক্লাবটির কর্মকর্তারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।