বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। গত ১৩ বছর ধরে হিন্দি সিনেমার অন্যতম ব্যস্ত তারকা তিনি। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেকের পর থেকে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এবার চলচ্চিত্রে নিজের নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন এ মহেশ ভাট কন্যা।
২০২২ সালের নভেম্বরে রনবীর-আলিয়া দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাহা। এর পর থেকেই সিনেমার পাশাপাশি মেয়েকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ দম্পতি। আর তাই আগে বছরে দুই থেকে তিনটি সিনেমায় কাজ করলেও এবার সিনেমায় কাজের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন আলিয়া।
বর্তমানে দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীরপত্নী। এর মধ্যে শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ছবিতে অ্যাকশন লুকে ধরা দেবেন আলিয়া। আরেকটি সিনেমায় তার সহশিল্পী হিসেবে দেখা যাবে রনবীর কাপুরকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের এই ছবিটির পরিচালক বিখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভিকি কৌশলকেও দেখা যাবে। ঘোষণা আসার পর থেকেই ছবি দুটি নিয়ে ভক্তদের মাঝে চরম উন্মাদনা দেখা গেছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া সিনেমার সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে বলেন, ‘এখন আমার কাজ এবং গতি আলাদা। কারণ, আমার একটি সন্তান আছে। আগে একসঙ্গে দুই থেকে তিনটি সিনেমা করতাম। সেটাই খুব স্বাভাবিক বলে মনে হত। মা হওয়ার পরে জীবনের গতি অনেক কমেছে। এখন আর তা করতে চাই না।’
নিজের ক্যারিয়ারকে মাইলফলক হিসেবে দেখেন না জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আগে যেভাবে সিনেমা বেছে নিতাম, এখনো সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অবলম্বন করি। একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করি।’




Comments