Image description

সুন্দনবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্টমালিকসহ দুই পর্যটক উদ্ধার হয়েছে। রোববার রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় দাকোপ থানা পুলিশ ও কোস্টগার্ড। তবে মুক্তিপণ পেয়ে বনদস্যুরা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিয়েছে, নাকি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে-এ ব্যাপারে তারা কিছু জানাননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্টমালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ আছেন। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কোস্টগার্ড।

এর আগে গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা ৫ পর্যটক। তারা দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকেলে তারা রিসোর্টমালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যান।

এসময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্টমালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক সোহেল এবং জনিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে রিসোর্টমালিকের পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে একটি সূত্র জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।