কুড়িগ্রামে প্রাথমিকে নিয়োগ জালিয়াতির চেষ্টা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তির ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিনারুল ইসলাম নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা রয়েছেন।
আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাঁর সাথে আরও পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই করছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা শুরুর আগেই একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্রের কপি এবং উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বাইরে থেকে পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহের পরিকল্পনা করছিল।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা জানান, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে ঘটনার পর জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার ৩৮টি কেন্দ্রে মোট ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জালিয়াতি রোধে প্রতিটি কেন্দ্রে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments