Image description

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মামুন হোসেন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বোন সুমি খাতুন জানান, রাতের খাবার শেষ করে মামুন বাড়ির বাইরে বিল এলাকার দিকে ঘুরতে গিয়েছিলেন। এসময় ৬ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার বুকসহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মামুনের বুকে বড় ধরনের আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় বর্তমানে শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর