মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় দরজায় বসে থাকা অবস্থায় ছিটকে পড়ে ইয়াসির সায়েম নামে নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসির সায়েম বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রুহুল আমিন ও গৃহিণী ফারহানা আক্তারের একমাত্র ছেলে। সে নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনার জন্য প্রতিদিন মোহনগঞ্জ থেকে ট্রেনে যাতায়াত করত।
প্রত্যক্ষদর্শী যাত্রী ও সহপাঠীদের বরাতে জানা যায়, সকাল ৮টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে হাওর এক্সপ্রেসে চড়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয় সায়েম। ট্রেনটি রাজুর বাজার এলাকায় পৌঁছালে আকস্মিক সজোরে ঝাঁকুনি দেয়। এতে দরজার কাছে বসে থাকা সায়েম ছিটকে পড়ে রেললাইনের পাশে গাছের সঙ্গে মাথায় আঘাত পায়।
মাথায় গুরুতর আঘাতের কারণে তাৎক্ষণিকভাবে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে ট্রেনের দরজায় ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতের বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।




Comments