Image description

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দ্রুতগামী একটি ট্রলির ধাক্কায় আতাব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার-শালজোর ঘাটপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতাব আলী পেশায় একজন ঘোড়ার গাড়ি চালক ছিলেন। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় আসাদ মোড় থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আতাব আলী। পথে একটি দ্রুতগতির ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর