Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সেই জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুন অবশেষে প্রশাসনের সহায়তা পেয়েছেন।

দৈনিক মানবকণ্ঠের অনলাইন সংস্করণে ‘জরাজীর্ণ ঘরে অনাহারে দিন কাটছে রায়গঞ্জের অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুনের’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। সংবাদ প্রকাশের পর পরই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। 

সোমবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চরপাড়া এলাকায় হাজেরা খাতুনের ভাঙাচোরা বসতঘর পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। এ সময় তিনি হাজেরা খাতুনকে ব্যক্তিগতভাবে শীতবস্ত্র হিসেবে একটি কম্বল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার স্থায়ী বাসস্থানের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণে টিন ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “হাজেরা খাতুনের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সার্বিক ব্যবস্থাপনায় তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে, যাতে তিনি মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন।”

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “সমাজের অবহেলিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমেই আমাদের দৃষ্টিগোচর হয়। হাজেরা খাতুনের বিষয়টিও সংবাদ প্রকাশের কারণেই দ্রুত আমাদের নজরে এসেছে। প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে সমাজ থেকে অনেক দুঃখ-দুর্দশা লাঘব করা সম্ভব।”

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, হাজেরা খাতুন দীর্ঘদিন ধরে অনাহারে ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তার অবস্থা ছিল খুবই করুণ। প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, সরকারি সহায়তার এই ধারাবাহিকতা বজায় থাকলে এবং সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হাজেরা খাতুন জীবনের শেষ সময়টুকু অন্তত মানবিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাটাতে পারবেন।

মানবকণ্ঠ/ডিআর