Image description

বাংলাদেশী যুবক জামাল মাতুব্বর কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে চাকরি করতেন। এই ফার্ম হাউজেই গত পহেলা জানুয়ারী রহস্যজনকভাবে মৃত্যু হয় তার।

বুধবার সকাল ১১ টায় তার লাশ দাফন করা হয় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। গত মঙ্গলবার জামালের লাশ দেশে আসে। জামালের বাড়িতে চলছে শোকের ছায়া।

জামাল মাতুব্বর ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

জানা যায়, পরিবারের সুখের জন্য ৮ বছর আগে পাড়ি জমান কুয়েতে। সেখানেই থাকতেন জামাল মাতুব্বর। তিন বছর আগে ছুটিতে দেশে আসেন জামাল। এরপর ২৬ সালের জানুয়ারী মাসে আবার দেশে আসার কথা ছিলো এই প্রবাসী যুবকের। তবে বাড়ি ফিরলো লাশ হয়ে।

জামালের স্ত্রী কাকোলি বেগম কান্নাকন্ঠে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে। টাকার জন্যই তাকে হত্যা করে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের ধারণা যারা হত্যা করেছে তারা আমার স্বামীর কাছের মানুষ ছিলো। আমি কুয়েতে বাংলাদেশী এম্বাসীর কাছে এর সঠিক বিচার চাই। তারা যেন সুষ্ট তদন্ত করে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেয়। এ কথা বলেই কাকোলি কান্নায় ভেঙ্গে পড়েন।

তালেশ্বর গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী মুন্নু ফকির বলেন, আমি ডিসেম্বর মাসে বাড়ি এসেছি ছুটিতে। জামাল যেখানে থাকতো, সেখান থেকে ১৫০ কিলোমিটার দূরে আমি থাকি। জামাল আর কিছুদিন পর বাড়ি আসবে ছুটিতে। পহেলা জানুয়ারী ফোন পেলাম জামাল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। ওই দেশের ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে কুয়েতের পুলিশের মাধ্যমে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়, সেখানে ময়নাতদন্তের কাজ শেষে কুয়েতে বাংলাদেশী এম্বাসীর মাধ্যমে মঙ্গলবার জামালের লাশ দেশে আসে। সেখান থেকে পরিবারের লোকজন জামাল লাশ বাড়িতে এনে দাফন কাজ সম্পন্ন করে।

তিনি আরো বলেন, আমরা এলাকাবাসী কুয়েতে বাংলাদেশী এম্বাসীর কর্মকর্তাদের কাছে জামাল এর মৃত্যুর বিষয়ে তদন্তের মাধ্যমে সুষ্ট বিচারের আশা করছি।