২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথার নায়ক ছিলেন ইয়াসিন বুনো। সেই চেনা রূপে ফিরলেন এই বিশ্বস্ত গোলরক্ষক। তার অসাধারণ দক্ষতায় শক্তিশালী নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
বুধবার রাতে রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে গ্যালারি ঠাসা ৬৫ হাজারের বেশি দর্শকের সামনে মাঠে নামে দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আটলাস লায়ন্সরা। পুরো ম্যাচে ৪৯ শতাংশ বল দখলে রেখে নাইজেরিয়ার রক্ষণে ১৬ বার হানা দেয় মরক্কো, যার মধ্যে ৫টি শট ছিল অন-টার্গেট। বিপরীতে, পুরো ম্যাচে মাত্র দুটি শট নিতে পারা নাইজেরিয়া লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।
ম্যাচের শুরুতেই মরক্কোর ইসমাইল সাইবারির একটি জোরালো শট নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাইয়ের ব্লক না করলে গোল পেতে পারতো স্বাগতিকরা। এরপর ব্রাহিম দিয়াজের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বিরতির পর দিয়াজ, আশরাফ হাকিমি এবং আয়ুব এল কাবিরা গোল পেতে মরিয়া হয়ে উঠলেও সুপার ঈগলসদের জমাট রক্ষণ ভাঙতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে এবং পরবর্তীতে টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে দেয়াল হয়ে দাঁড়ান ইয়াসিন বুনো। নাইজেরিয়ার স্যামুয়েল চুকউয়েজে এবং ব্রুনো ওনিয়েমায়েচির শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। অন্যদিকে, নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি শট ঠেকালেও শেষ পর্যন্ত মরক্কোর জয় আটকাতে পারেননি। দলটির পক্ষে জয়সূচক শেষ পেনাল্টিটি জালে জড়ান ইয়ুসেফ এন-নেসিরি।
এই জয়ে শিরোপার সুবাস নিয়ে ফাইনালে পা রাখল মরক্কো। অন্যদিকে, ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া নাইজেরিয়াকে এখন আগামী শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করতে হবে।




Comments