Image description

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখার পর আবারও নিজেদের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে ইরান। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাতে বিমান চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় তেহরান।

এর আগে বুধবার গভীর রাতে হঠাৎ করেই আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান সরকার। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ১৫ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। ওই সময় আন্তর্জাতিক আগমন ও প্রস্থানকারী বিশেষ অনুমোদিত ফ্লাইট ছাড়া সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকে ধারণা করেছিলেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নকে কেন্দ্র করে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলা করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তেহরান।

তবে গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত ৩টার কিছু আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস 'ফ্লাইটরাডার-২৪' জানিয়েছে, আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরপরই ইরানের অভ্যন্তরে আটকে থাকা বেশ কিছু বাণিজ্যিক ফ্লাইট তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
বর্তমানে ইরানের আকাশপথ দিয়ে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।