ঢাকার সাত সরকারি কলেজকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে রূপান্তরের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে এই ‘ব্লকেড’ বা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
গতকালও শিক্ষার্থীরা একই দাবিতে অবরোধ করেন, যার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সে সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
২০১৭ সালে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকেই এই সংকট চলছিল। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্তভাবে কার্যক্রম চালাবে।




Comments